নারায়ণগঞ্জ মেইল: মাসদাইর বাজার সমিতির নতুন ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় ফিতা কেটে নতুন ঘরের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও মাসদাইর বাজার কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান।
উদ্বোধন অনুষ্ঠানে মাসদাইর বাজার কমিটির সদস্য, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিশেষভাবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল সংলগ্ন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসদাইর বাজার সমিতির সভাপতি হাজী শাহজাহান আহমদ প্রধান। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন ইউনুস আলী, টিটু, বিপ্লব, সুলতান, জামাইসহ বাজারের দোকানদারবৃন্দ।