করোনায় প্রাণ হারালেন অভিনেতা-নির্মাতা স্বপন সিদ্দিকী

করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হলেন অভিনেতা ও নির্মাতা স্বপন সিদ্দিকী।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টা 8 মিনিটে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও উপস্থাপক আনজাম মাসুদ।
এর মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো প্রাণ গেল দেশের কোনও অভিনেতা-নির্মাতার।
আনজাম মাসুদ জানান, বেশ কিছু দিন আগে স্বপন সিদ্দিকী করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তার আগেই পরপারে পাড়ি জমান জ্যেষ্ঠ এই সাংস্কৃতিক কর্মী।
স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয়ও করতেন। স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ