নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আমরা দীর্ঘ ১৬ বছর খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পতন ঘটেছে তার দুঃশাসনের কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়নি। দেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। দেশে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংসদের শতকরা ৭০ ভাগ আসন জয়লাভ করবে।
বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক অন্তর্ভুক্তি নিয়ে কেন্দ্রীয় কমিটির মনিটরিং কমিটির সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিএনপি’র আওতাধীন ১৭টি ওয়ার্ড, সাতটি ইউনিয়ন, দুটি থানা ও একটি উপজেলার নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (২০শে জুলাই ) বিকাল চারটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারের নিচ তলায় মতবিনিবার সভার আয়োজন করা হয়।
এডভোকেট সাখাওয়াত বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে প্রাথমিক সদস্য পদ নবায়ন কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি সারা দেশের সকল ইউনিটের মতো নারায়ণগঞ্জ মহানগর বিএনপিও পালন করছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা তা মনিটরিং করার জন্য তারেক রহমানের পক্ষ থেকে আজকের এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আমাদের মাঝে এসেছেন। তারা এ বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেবেন। আপনারা সবাই তাম মনোযোগ সহকারে শুনবেন।
তিনি বলেন, সারাদেশে এক কোটি নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছ ৪১ হাজার। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন দুটি থানা এবং একটি উপজেলার ১৭ টি ওয়ার্ড এবং সাতটি ইউনিয়নে মোট ২৪টি ইউনিটর প্রত্যেককে প্রায় দুই হাজারের মতো নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সবাইকে লক্ষ্যমাত্রার কথা মাথায় রেখে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সদস্য ফরমে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে সদস্য ফরম নিতে হবে। যারা ইতিপূর্বে বহিষ্কার হয়েছে, দলের বিপক্ষে অবস্থান নিয়েছিলো, দলের নির্দেশনা অমান্য করেছে তাদের সাক্ষরে সদস্যপথ পূর্ণ হবে না। যারা দায়িত্বপূর্ণ পদে আছেন তাদের স্বাক্ষরে নতুন সদস্য অন্তর্ভুক্ত হবে। তাই সকলে সঠিকভাবে সদস্য ফরম পূরণ করুন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু-আল ইউসুফ খান টিপু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী নির্বাহী সদস্য আকরাম উল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাঈদ উদ্দিন আহমেদ সুমন।
আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, এড. এইচ এম আনোয়ার প্রধান, মাহবুব উল্লাহ তপন, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটনসহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।