নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোটের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ মেইল: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) ১১ সদস্যের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমাণিক। গৌরাঙ্গ চন্দ্র সাহাকে আহ্বায়ক এবং শম্ভুনাথ দে’কে সদস্য সচিব করে ঘোষিত ১১ সদস্যের এই আহবায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, মনোরঞ্জন দাস, বনানী রায়, অঞ্জন দাস, প্রদীপ কুমার চক্রবর্তী, অরুণ সাহা, সানি দে, কিরণ শঙ্কর দে, প্রদীপ সরকার ও বাপ্পি সরকার।

নবগঠিত কমিটির সদস্য সচিব শম্ভুনাথ দে বলেন, বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের গর্ব এড. গোবিন্দ প্রামানিকের গড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আর্দশের বাহক হিসাবে নারায়ণগঞ্জ জেলার সকল সনাতনীদের নিয়ে আমরা কাজ করবো।যেখানে সাম্প্রদায়িকতা সেখানেই প্রতিরোধ গড়ে তুলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবো। যে কোন সমস্যায় জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জের  মানুষের পাসে থাকার প্রত্যয় নিয়ে সম্প্রীতির বদ্ধন তৈরি করে বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ