৫ আগস্টের আগের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে: সহিদুল

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সভাপতি প্রার্থী সহিদুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদল অত্যন্ত শক্তিশালী। আর আমি ২৮ মে তারুণ্যের সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সজল-সাহেদের নেতৃত্বে ১০ হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে নিজেদের মাঝে সেই প্রস্তুতি নিয়েছি।

আগামী ২৮ মে ঢাকায় অনুষ্ঠিত তার অন্যের সমাবেশ সকাল করতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সভাপতি রেজাউল করিম পল।

যুবদল নেতা সহিদুল ইসলাম আরো বলেন, বিগত সময়ে আমরা স্বৈরাচারী হাসিনা সরকারের জুলুম নির্যাতন সহ্য করেও রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। তাই শীর্ষ নেতৃবৃন্দের প্রতি আমাদের আহ্বান থাকবে, ৫ আগস্টের আগের নেতাকর্মীদের মূল্যায়ন করবেন যারা জীবনের মায়া ত্যাগ করে দলকে ভালোবেসে, শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। ৫ আগস্ট এর পরে অনেক হাইব্রিড বিএনপি তৈরি হয়েছে তাদের থেকে সাবধান থাকতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ