নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্ব নেতাকর্মীরা।
জেলা যুবদলের নেতৃবৃন্দরা বলেন বিগত আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি সব সময় নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের সহায়তা করেছেন। আরও বলেন, এমন ত্যাগী নেতাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক করায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শুভেচ্ছা।
এই সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু, সদস্য সচিব সালাউদ্দিন রানা, সোনারগাঁ থানা যুবদলের ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহবায়ক নূরের ইয়াসিন নোবেল, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা মশিউর রহমান শান্ত,এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক জসিম, জেলা যুবদল নেতা এন,আর, বি মামুন, কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা মাসুম আহমেদ রাজ, কুতুবপুর ইউনিয়ন যুবদল সিনিয়র সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।