নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
আদর্শ স্কুল নারায়ণগঞ্জের অধ্যক্ষ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এর ম্যানেজিং কমিটির সাবেক চেয়ারম্যান শহিদুর রহমান বাঙ্গালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অফ নারায়ণগঞ্জের পরিচালক মাওলানা মাইনুদ্দিন আহমেদ, ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শাহীন, বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা আব্দুল জব্বার, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এর উপাধ্যক্ষ মাসুদ করিম মোল্লা, আদর্শ স্কুল এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য খন্দকার আবুল খায়ের ও রবিউল আলম খান, টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন আহমেদ, প্রাক্তন ছাত্র ও সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, প্রাক্তন ছাত্র ডা: মফিজুল ইসলাম, ইসলামীক সোসাইটি অফ নারায়ণগঞ্জের সদস্য জাহাঙ্গীর কবির, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ওমর ফারুকসহ স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে নারায়ণগঞ্জের কিছু শিক্ষানুরাগীর উদ্যোগে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে “আদর্শ স্কুল নারায়ণগঞ্জ” প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামিক সোসাইটি অফ নারায়ণগঞ্জ কর্তৃক পরিচালিত আদর্শ স্কুল হচ্ছে আদর্শ মানুষ গড়ার কারখানা। এই স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক ষড়যন্ত্র, হামলা মামলার শিকার হতে হয়েছে। তারপরেও আদর্শ স্কুলের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারেনি। আদর্শ স্কুলে প্রথাগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেয়া হয় যাতে করে আদর্শ স্কুলে শিক্ষার্থীরা তাদের পরবর্তী জীবনে একজন ভালো আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠে। ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় ইসলামিক সোসাইটি অফ নারায়ণগঞ্জ এবং আদর্শ স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে স্কুলটিকে আগামীতে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত উন্নীত করার ঘোষণা দেওয়া হয়।
সবশেষে স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এবং বর্তমান পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।