কলেজ ছাত্র সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ মেইল: ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত কলেজ ছাত্র মোহাম্মদ ওয়াজেদ আলম সীমান্ত হত্যার প্রতিবাদে, খুনিদের দ্রুত গ্রেফতার এবং ছিনতাই মুক্ত নারায়ণগঞ্জ শহরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এবং চাষাঢ়া শহীদ মিনারে ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান এবং দেওভোগ এলাকাবাসীর পক্ষে ‌”দেওভোগ যুব সমাজ” এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা কলেজ ছাত্র সীমান্ত হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং নারায়ণগঞ্জের বিভিন্ন পলিগলিতে ছিনতাইকারীদের দৌরাত্ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ