নারায়ণগঞ্জ মেইল: নারায়নগঞ্জের অপরাধ জগতের ডন খ্যাত আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদ (৪৮) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে তাকে ফতুল্লার এনায়েতনগরস্থ চাঁদনী হাউজিং থেকে গ্রেফতদর করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) মিজানুর রহমান,উপ-পরিদর্শক (এস,আই) ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাত নয়টার দিকে ফতুল্লা মুসলিমনগরস্থ চাদনী হাউজিংয়ের সামনে রাস্তায় অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদ কে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান,বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র – জনতার ওপর হামলার ঘটনার মামলা সহ অর্ধ ডজনেরও বেশী মামলা রয়েছে। গ্রেফতারকৃত হামিদ প্রধান ফতুল্লার মুসলিমনগরস্থ চাঁদনী হাৎজিংয়ের গফুর প্রধানের পুত্র।