নারায়ণগঞ্জ মেইল: পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুম্মায় নারায়ণগঞ্জের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল দেখা গেছে। নারায়ণগঞ্জের প্রতিটি মসজিদে এদিন তিন ধরনের ঠাঁই ছিল না। শুক্রবার (২২ মার্চ) সকাল থেকেই মুসল্লিরা মসজিদে আসতে থাকেন এবং আযানের আগেই মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যায়।
শুক্রবার পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করার জন্য শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা বয়সী মুসল্লিরা মসজিদে ছুটে আসেন। জুম্মার আযানের আগেই মসজিদগুলো ভরে ওঠে মুসল্লিদের আগমনে। একটা সময় মসজিদের ভেতরের অংশ ছাড়িয়ে তার আশেপাশের রাস্তায়ও মুসল্লিরা নামাজ আদায় করতে বসে যান।
নারায়ণগঞ্জের বৃহত্তম ডিআইটি জামে মসজিদ, মাসদাইর কবরস্থান জামে মসজিদ, চাষাড়া নূর মসজিদ, বাগে জান্নাত জামে মসজিদ, ফকিরটোলা জামে মসজিদ, শুক্কুর কারী জামে মসজিদ, মাসদাইর বাজার বাইতুল আমান জামে মসজিদ, কাকীমালী জামে মসজিদসহ নারায়ণগঞ্জের প্রতিটি পাড়া মহল্লার মসজিদগুলোতে মুসল্লীরা রমজানের দ্বিতীয় জুম্মা আদায় করার জন্য ভিড় জমান। মুসল্লিদের আগমনে মসজিদগুলো কানায় কানায় ভরে ওঠে।