নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জের দেওভোগে অবস্থিত ঐতিহ্যবাহী জিউস পুকুর অবৈধভাবে দখলের বিষয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর দিকে ইঙ্গিত করে বলেছেন, নারায়ণগঞ্জের জিউস পুকুর পাড়ের ২০০ কোটি টাকার সম্পত্তি কোন প্রভাবশালী পরিবার অাত্মস্বাত করেছে তার বিচার করে অাগামীতে ভোট দিবেন, নারায়ণগঞ্জের শ্মশান এর জায়গা ৪ ভাগের ১ ভাগ হয়ে গেছে। এই শ্মশানের জায়গার মালিক সিটি করেপোরেশনের। যেই জায়গা শত বছর যাবৎ ভোগ দখল করছিলাম সেই জায়গা কিভাবে কমে গেলো? দলিল ক্থোয় অাছে অার ১৪ নং দলিল কে বানালো তার উদঘাটন করা উচিত।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল দশটায় শহরের পুরাতন কোর্টস্থ জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে হিন্দু কোন ব্যাবসায়ী মন্দির করে নাই, শুধুমাত্র দীপক সাহা করেছে। এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ টাকা দিয়ে লোকনাথ মন্দির করছে। করোনাকালীন সময়ে টনে টনে চাল প্রদান করেছেন। ২০১৫ সালে লাঙ্গলবন্দে পদযাত্রায় মানুষ মারা গেছে। লাশগুলো নেয়ার কোন মানুষ ছিলোনা। পচে গন্ধ বের হয়ে গেছে। অামি অার শিপন ওই লাশগুলো গাড়িতে উঠানোর ব্যাবস্থা করেছি অার সেসময়কার নেতারা টিভিতে লাইভ ইন্টারভিউ দিতে ব্যাস্ত। হায়রে নেতৃত্ব। তখন সেলিম ভাইকে ফোন দিয়েছি । তিনি তখন সাথে সাথে এসে ২৫ হাজার টাকা মৃতদের পরিবারকে দান করেন অার তখন থেকেই লাঙ্গলবন্দের উন্নয়ন শুরু হয়। পরবর্তীতে বর্তমান সরকার ১২শ কোটি টাকা অনুদান প্রদান করেন লাঙ্গলবন্দ উন্নয়নে। বর্তমান সরকারকে বিব্রত করতে কিছু গোষ্ঠি মন্দিরে হামলা করছে। প্রধানমন্ত্রী বলেছেন মন্দিরে হামলাকারী যে দলেরই হোক কোন ছাড় নেই।
নারায়নগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক আনন্দ সেরাওগী সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব ভজন দাস ও মহানগরের আহ্বায়ক এড. অঞ্জন দাসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সম্মানিত অতিথি নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, উদ্বোধক বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি পস্কজ কুমার সাহা, রাহুল বড়ুয়া, প্রধান বক্তা সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপন কান্তি বল, বিশেষ অতিথিবৃন্দ নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বলরাম বাহাদুরসহ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ ও ছাত্র যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি হিসেবে আনন্দ সেরওয়াগী সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে ভজন দাশ নির্বাচিত হন। মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি হিসেবে এড. অঞ্জন দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে রিপন কর্মকার নির্বাচিত করা হয়।