নারায়ণগঞ্জ মেইল : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মৃত্যুবরণকৃত সণাতন ধর্মবলম্বীদের মরদেহ জীবনের ঝুঁকি নিয়ে সৎকার করা ‘ওরা ১১ জন’ কমিটির টিম লিডার করোনা বীর হিসেবে আখ্যা পাওয়া রিপন ভাওয়ালের বীরত্বের প্রতি সম্মান জানিয়ে সম্মাননা প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পরিবেশে উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন রিপন ভাওয়ালকে এ সম্মাননা প্রদান করেন ।
এ সময়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পরিবেশে উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্যে রিপন ভাওয়াল বলেন, নারায়ণগঞ্জ – ৫ আসনের সাবেক প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিণী জননী পারভীন ওসমান ও নারায়ণগঞ্জ -৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপিসহ ওসমান পরিবারের অনেক সদস্যই অসুস্থ তাদের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি । এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাসসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ।