নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৪ আসনের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমানের সাথে সমানে সমানে টক্কর দিচ্ছেন সাবেক সাংসদ মো: গিয়াসউদ্দিন। বিভিন্ন সভা সমাবেশে গিয়াসকে উদ্দেশ্য করে আক্রমনাত্মক বক্তব্য দিচ্ছেন শামীম ওসমান। গিয়াসউদ্দিনও শামীম ওসমানের আক্রমনের পাল্টা জবাব দিচ্ছেন সাহসিকতার সাথেই। এসব উস্কানীমূলক বক্তব্যের মাধ্যমে গিয়াসউদ্দিনকে ভয় দেখাতে চাইছেন সাংসদ শামীম ওসমান কিন্তু ভয় পাওয়ার পরিবর্তে উল্টো শামীম ওসমানকেই চ্যালেঞ্জ জানাচ্ছেন সাবেক এই সংসদ সদস্য। নির্বাচনের আগে তাই নারায়ণগঞ্জ-৪ আসনে সেয়ানে সেয়ানে লড়াই বেশ উপভোগ্য হয়ে উঠেছে স্থানীয় জনগনের কাছে।
সূত্রে প্রকাশ, গত ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির পুরাতন কমিটি ভেঙ্গে নতুন কমিটি দেয়া হয়। সে কমিটিতে আহবায়ক করা হয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো: গিয়াসউদ্দিনকে। জাঁদরেল এই নেতাকে দায়িত্ব দেয়ায় উজ্জীবিত হয়ে উঠে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। এতোদিন অনেক নেতাকেই এ পদে দায়িত্ব দেয়া হলেও তৃণমূলকে চাঙ্গা করতে সকলেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই এবার অভিজ্ঞ এই নেতাকে দায়িত্ব দিয়ে শেষ চেষ্টা করছে বিএনপি।
এদিকে গিয়াসউদ্দিন জেলা বিএনপির আহবায়ক হওয়ায় চ্যালেঞ্জের মুখে পরেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। কারণ সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ আসনে শামীম ওসমানের জন্যে মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারেন মো: গিয়াসউদ্দিন- এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
সূত্রে মতে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: গিয়াসউদ্দিনের রয়েছে এ আসনে শামীম ওসমানকে পরাজিত করার অভিজ্ঞতা। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মো: গিয়াসউদ্দিন নারায়য়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী শামীম ওসমানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। যদিও এ নির্বাচনের কিছুদিন আগে পর্যন্ত গিয়াসউদ্দিন আওয়ামীলীগেরই প্রভাবশালী নেতা ছিলেন। শামীম ওসমানের কারনে এ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে তিনি নির্বাচনের কিছুদিন আগে বিএনপিতে যোগ দেন এবং বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামীলীগের নৌকার প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করে এমপি নির্বাচিত হন।
সূত্র বলছে, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ এলাকায় মো: গিয়াসউদ্দিনের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিএনপির নেতাকর্মীরা মেেন করেন বাকিদের চেয়ে গিয়াস্উদ্দিনের রাজনৈতিক সক্ষমতা অনেক বেশি। দলীয় ভোট ছাড়াও নিরপেক্ষ অনেক মানুষের পছন্দে রয়েছেন তিনি। বিশেষ করে এ অঞ্চলে শামীম ওসমান বিরোধীদের প্রথম পছন্দ মো: গিয়াসউদ্দিন। তাদের মতে এই আসনে শামীম ওসমানকে ঠেকানোর সামর্থ রয়েছে কেবল গিয়াসউদ্দিনেরই। আর তাই তাকে নিয়ে ভাবতেই হচ্ছে বর্তমান সাংসদ একেএম শামীম ওসমানকে।