নারায়ণগঞ্জ মেইল: বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসের প্রথম রোগী বাংলাদেশে পাওয়া যায় ৮ মার্চ নারায়ণগঞ্জে। সেই থেকে নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়। লকডাউন চলা পর্যন্ত বলবৎ ছিলো রেই রেড জোনের স্বীকৃতি। যদিও পরে নারায়ণগঞ্জকে হট স্পটের তালিকা থেকে বাদ দেয়া হয় তথাপি করোনার সংক্রমণ নারায়ণগঞ্জ থেকে উধাও হয়ে যায়নি। প্রায় প্রতিদিনই সংক্রমিক হচ্ছে নতুন নতুন রোগী, মৃত্যুর মিছিলও দীর্ঘায়িত হচ্ছে। গত ২৪ ঘন্টায়ও নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের থাবায় মারা গেছে একজন।
করোনার প্রকোপের মাঝেই স্বাভাবিক জীবনে ফিরতে হয়েছে নারায়ণগঞ্জবাসীকে। জীবিকার প্রয়োজনে ঘর থেকে বাইরে নেমে এসেছে মানুষ। কিন্তু তাই বলে করোনা সতর্কতা একেবারে ভুলে গেলেওতো চলবে না। যার কারনে জীবন জীবিকার তাগিদে করোনার সব রকম সচেতনতা মেনে সবাইকে বাইরে আসতে বলছে সরকার ও প্রশাসন।
কিন্তু সরকারের সেই আহবানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন প্রকার সচেতনতা ছাড়াই অযথা জটলা পাকাচ্ছে কিছু মানুষ। বিশেষ করে নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার ও এর আশেপাশের এলাকাগুলোতে অযথাই আড্ডা দিচ্ছে মানুষ। এদের না আছে মুখে মাস্ক, তারা না মানছে সামাজিক দুরত্ব। আগের মতোই তারা সঙ্গি সাথিদের নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করছে। কিন্তু এতে করে যে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে সে বিষয়ে বিন্দু মাত্র ভ্রুক্ষেপও নেই তাদের। তাদের দেখলে মনে হচ্ছে করোনা থাকলেও করোনার ভয় নেই নারায়ণগঞ্জে।