নারায়ণগঞ্জ মেইল : সোনারগাঁও বৈদ্যার বাজার ইউনিয়ন এর হাড়িয়া এলাকায় আমান গ্রুপের উদ্যোগে ৫ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
সোমবার ( ২৩ জানুয়ারি ) সকালে আমান অর্থনৈতিক অঞ্চলে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজওয়ান উল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বৈদ্যার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেঃ আলআমিন সরকার, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ দেলোয়ার হোসেন বাবু, আমান গ্রুপের জি এম ( অপারেশন ) ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমান সুমন, ডিজি এম ( প্রশাসন ) মোঃ নাদিরুজ্জামান এছাড়া আমান অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে অতিথিরা আমান গ্রুপকে ধন্যবাদ জানান। আমান গ্রুপের মতো সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দাবি জানান তারা।