স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জম্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই মাছের পোনাগুলো বাঁচবে কিনা আল্লাহই জানে। কারণ নদীর পানি খুবই দূষিত। অথচ এ বিষয়ে সরকার ও প্রশাসনের কোনো নজর নেই। তাই আজকে আমরা দাবি জানাবো এই নদীতে মাছ যেনো আগের মতো বাঁচতে পারে। এবং শীতলক্ষ্যার নদীর পানি দূষণমুক্ত ও পরিবেশ যাতে সুন্দর থাকে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জম্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার ( ২১ জানুয়ারি ) সকাল ১১টায় শহরের হাজীগঞ্জ- নবীগঞ্জ গুদারাঘাটে শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরকত উল্লাহ বুলু বলেন, আমরা গত বছরে ২২ আগস্ট থেকে সারাদেশে কর্মসূচি শুরু করেছি। এই কর্মসূচি পালন করতে কি আমাদের ১৫ জন নেতা কর্মীকে পুলিশ সরাসরি গুলি করে হত্যা করেছে। আমরা তো কোথাও কোন অরাজকতা বা গন্ডগোল করিনি। আমাদের সাতটি বিভাগে গণসমাবেশ করেছি। গত ৭ ডিসেম্বর আমাদের পার্টি অফিসে নির্বিচারে গুলি করে আমাদের শত শত নেতাকর্মীদেরকে আহত করেছে। ৫ শত নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল। মকবুল নামের আমাদের এক নেতা সেইদিন শহীদ হয়েছিল। এগুলো কারা করছে। আমরা যেদিনই কোন কর্মসূচি দেই সেদিনই তারা রাস্তায় নেমে। আমরা গণতান্ত্রিকভাবে রাজনীতি করি। আমরা চাই সুস্থ সুন্দর আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসবেন সেই আশা আর বাস্তবায়ন হবে না।
তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আর সেই কারণেই নির্দলীয় তত্ত্বাবধায়ন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছেন এই সরকারের অধীনে বিএনপি আর নির্বাচনে যাবে না। সেজন্য তিনি রাষ্ট্রকে মেরামত করতেই ১০দফা কর্মসূচি ঘোষণা করেছেন। ১০দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই এ দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন ব্যবস্থা তৈরি হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞার সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, সদস্য ও জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সাইদুজ্জামান টুলু, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, সদস্য সচিব সাগর প্রধান, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ঋষিকেশ মন্ডল মিঠু, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি রাসেল প্রধান, সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।