নারায়ণগঞ্জ মেইল: পশ্চিম তল্লার বাইতুস সালাত মসজিদে বিষ্ফোরণে হতাহত ৩৭ পরিবারকে নগদ ২০ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছে শিল্প প্রতিষ্ঠান মডেল গ্রুপ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের একটি উৎপাদন কক্ষে স্বজনদের ডেকে এনে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ উজ্জামান মাসুদের ব্যক্তিগত তহবিল থেকে নিহত ২৭ পরিবারকে ৫০ হাজার করে এবং দগ্ধ ১০ পরিবারকে ৩০ হাজার টাকা করে এই অর্থ সহায়তা দেয়া হয়।
এ সময় নগদ আর্থিক সহায়তা পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনদের অনেকেই। মডেল গ্রুপ থেকে সহায়তা বাবদ পাওয়া এই অর্থ দিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা, ধার-দেনা শোধ কারসহ নিহতদের পরিবারের কিছুদিনের খরচ চালানোর ব্যবস্থা হওয়ায় কিছুটা স্বস্তি ফিরে আসে তাদের মধ্যে। এই প্রথম কোন শিল্প প্রতিষ্ঠান আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় প্রতিষ্ঠানটির কর্ণধারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাতাহতদের অসহায় স্বজনরা।
এ ব্যাপারে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, এলাকার সন্তান হিসেবে দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থেকেই হতাহতদের অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি নিহতদের পরিবারগুলোর সক্ষম ব্যক্তিদের তার প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থার কথাও জানান তিনি।