এড. হারুন অর রশিদের মৃত্যুতে এড. সাখাওয়াত হোসেন খানের শোক


নারায়ণগঞ্জ্জ মেইল: প্রবীন আইনজীবী, নারায়নগন্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়ার সহ-সভাপতি, রাজনীতিবিদ ও লেখক এ্যাডঃ হারুন আর রশিদেের মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিিি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এক শোকবার্তায় মরহুম বিদেহীী আত্মার শান্তি্তি্তি কামনা করেছেন তিনিি এবং শোক সন্তপ্ত্ত পরিবারের প্রতিি গভীর সমবেদনাাা প্রকাশ করেছেেন এডভোকেট সাখাওয়াত।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ