তল্লায় বিস্ফোরণে নিহতদের স্মরণে ছাত্রলীগ সভাপতি রিয়াদের উদ্যোগে দোয়া

নারায়ণগঞ্জ মেইল: ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরনের ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত। বুধবার বাদ জোহর নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজ মসজিদে কলেজের ভিপি হাবিবুর রহমান রিয়াদের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।


এসময় বিস্ফোরনে নিহত দুই সহোদর তোলারাম কলেজের ছাত্র জুবায়ের ও নারায়ণগঞ্জ কলেজের ছাত্র সাব্বীর, সাংবাদিক নাদিম মাহমুদ সহ সকল মৃতদের রুহের মাগফেরাত এবং আহতের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, কলেজ মসজিদের ইমাম মাওলানা আব্দুল মোমেন।


এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রল কেন্দ্রীয় কমিটির উপ তথ্য সম্পাদক তামিম ইসলাম, ছাত্র-ছাত্রী সংসদের সাধারণ সম্পাদক মোঃ আসাদ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, প্রচার সম্পাদক পিয়াস প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক তোফা সহ অন্যান্য ছাত্র বৃন্দ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ