নেতৃত্বে ফিরেই গিয়াসউদ্দিনের বাজিমাত

নারায়ণগঞ্জ মেইল: ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়া পুলিশের গুলিতে হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ২২ নভেম্বর ) বিকেল তিনটায় নগরীর ডিআইটি মসজিদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশে বৃহত্তর আকার ধারণ করে। ডিআইটির এক পাশের সড়ক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলে মিছিলে ও শ্লোগানে শ্লোগানে বিশাল সমাবেশে পরিনত হয়।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিলকে সফল করার লক্ষ্যে দুপুর থেকেই জেলা বিএনপির আওতাধীন থানা ও পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর ডিআইটি মসজিদের সামনে এসে জড়ো হতে থাকে।

পরে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে ডিআইটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর দুই নং রেলগেইট হয়ে কালীরবাজার গ্ৰীনেস ব্যাংকের মোড় দিয়ে চাষাড়া চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

এসময়ে নেতাকর্মীদের মুখে একটাই শ্লোগান মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই। সেই সাথে বিএনপির নেতাকর্মীরা নয়ন হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবি বিভিন্ন শ্লোগান দিতে থাকে । নেতাকর্মীদের মুখে এমন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর আশপাশ।

এদিকে জেলা বিএনপির নেতাকর্মীরা জানিয়েছিলেন দীর্ঘ বছর পর জেলা বিএনপি আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সুশৃঙ্খল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে জেলা বিএনপির নেতৃবৃন্দরা ব্যানারে ছিলেন। এর বাইরের কোন নেতাকর্মী ব্যানারে না আসায় ব্যানার নিয়ে টানাটানির দৃশ্য বিগত সময়ে দেখা গিয়েছিল আজকের মিছিলে তা চোখে পড়েনি। এরজন্য বর্তমান আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানাই তৃনমুল নেতাকর্মীরা।

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, জুয়েল আহম্মেদ, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন শিকদার, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ূন, সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব মশিউর রহমান রনি, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুর রহমান স্বপন, সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম,সাধারণ সম্পাদক মাহবুব রহমার, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ আলম ভূঁইয়া, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়াসহ হাজার হাজার নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ