নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সৈয়দপুর এলাকায় বগুড়া ট্রান্সপোর্ট এজেন্সি নামক ব্যবসা প্রতিষ্ঠানে ২০ লক্ষ টাকা চাঁদার দাবিতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত ১৭ নভেম্বর মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা প্রতিষ্ঠানের ম্যানেজারকে মারধর করে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায় এবং অফিসের টেবিলের উপর থাকা বিশ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ ও টেবিলের ড্রয়ারে (ক্যাশ) থাকা ব্যবসায়ের নগদ চার লক্ষ ষাট হাজার পাঁচশত টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে প্রয়াত দৌলত মেম্বারের দুই পুত্রসহ ৯ জনকে আসামী করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের মালিক তাহমিনা।
অভিযোগে উল্লেখ করা হয়, আমি নিম্ন স্বাক্ষরকারী তাহমিনা (২৮), এন.আই.ডি- ১৪৬১২৪৩০৩০, পিতা- আলী আকবর, মাতা- লাকী বেগম, সাং- পুরান সৈয়দপুর, থানা ও জেলা নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া এই মর্মে বিবাদী ১। বাবু (৩৭), পিতা- খলিল বাইদ্দা, ২। রানা (৩৫), পিতা- জলিল বাইদ্দা, ৩। মহাসিন (২৮), পিতা- খলিল বাইদ্দা, ৪। কবির (৩০), পিতা- আবুল, ৫। কাশেম সম্রাট (৩৭), পিতা- মৃত দৌলত মেম্বার, ৬ জিশান (২৫), পিতা- আক্তার বাইদ্দা, ৭। সুহেল (৪০), পিতা- জলিল বাইদ্দা, ৮। ফয়সাল (৩০), পিতা- মৃত দৌলত মেম্বার, ৯। শাহ পরান (৩০), পিতা- আবুল মেম্বার, সর্ব সাং- পুরান সৈয়দপুর, থানা ও জেলা নারায়ণগঞ্জগণ সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি অত্র থানাধীন পুরান সৈয়দপুর এলাকায় বগুড়া ট্রান্সপোর্ট এজেন্সি নামক প্রতিষ্ঠানে সুনামের সহিত ট্রান্সপোর্ট ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। ইং ১৭/১১/২০২২ তারিখ রাত অনুমান ০০:৩০ ঘটিকার সময় বর্ণিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৫/৬ জন অবৈধ জনতাবদ্ধ হইয়া লোহার পাইপ, কাঠের লাঠি সোটা নিয়া অত্র থানাধীন পুরান সৈয়দপুর এলাকায় ৩য় শীতলক্ষ্যা সেতুর পশ্চিম পাশে মিন্টু মিয়ার বাড়ির নিচতলাস্থ আমাদের বগুড়া ট্রান্সপোর্ট এজেন্সির অফিসে জোড়পূর্বক অনধিকার প্রবেশ করিয়া লোহার পাইপ ও লাঠি সোটা দিয়ে এলোপাথারী বারি মারিয়া অফিসের থাই গ্লাস ভাংচুর করে ম্যানেজার মুশফিক (২৯), পিতা- সিরাজুল ইসলাম, কে ১ ও ২নং বিবাদীর এলোপাথারী চর থাপ্পর মারিয়া ২০লক্ষ টাকা চাঁদা দাবী করিলে ম্যানেজার মুশফিক কোনক্রমে বিবাদীগণে হাত হইতে বাঁচিয়া অফিসের ভিতরের রুমে গিয়ে দরজা বন্ধ করিয়া দিলে বিবাদীগণ অফিসের সকল আসবাবপত্র ও মালামাল ভাংচুর করিয়া আমার প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ক্ষতি সাধন করে অফিসের টেবিলের উপর থাকা ২০,০০০/- (বিশ হাজার) টাকা মূল্যের একটি ল্যাপটপ ও টেবিলের ড্রয়ারে (ক্যাশ) থাকা ব্যবসায়ের নগদ ৪,৬০,৫০০/- (চার লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা নিয়া যায়। বিবাদীগণ চলিয়া যাওয়ার সময় এই মর্মে হুমকি প্রদান করেন যে, তাহাদের দাবীকৃত ২০লক্ষ টাকা না দিলে পুনরায় আমার অফিসে হামলা সহ আমার ব্যবসা উচ্ছেদ করিয়া দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে ইং ১৭/১১/২০২২ তারিখ রাত অনুমান ০২:৩৫ ঘটিকার সময় ৪নং বিবাদীর ব্যবহৃত মোবাইল ০১৯৪৩০২৯৫২৫ নাম্বার হইতে ফোন করিয়া আমাকে ও আমার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া উক্ত বিষয়ে বারাবারি করিলে আমাকে হত্যার হুমকি দেয়। বিবাদীগণ খুব খারাপ প্রকৃতির লোক, তারা স্থানীয় প্রভাব বিস্তার করিয়া পুরান সৈয়দপুর এলাকায় চাঁদাবাজী, মাদক ব্যবসা সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ড করে থাকে। বিবাদীগণের ভয়ে এলাকার মানুষ মুখ খুলিতে পারেন না।