কারা আসছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ। নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে দ্রুত মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি করার উদ্যাগ নিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। তারই ধারাবাহিকতায় বিএনপির অঙ্গসংগঠনটির কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে আগ্রহী প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে। শীঘ্রই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য কেন্দ্র ডাকা হবে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদেরও ডাকা হবে। ইতিমধ্যে আহবায়ক ও সদস্য সচিবের তালিকা যাচাই-বাছাই চলছে। সেই তালিকা আনুযায়ী নারায়ণগঞ্জ জেলার মূল নেতৃত্ব কাদের হাতে তুলে দিলে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রম গতিশীল হবে তা নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। সব মিলিয়ে অতি শীঘ্রই ঘোষণা হতে পারে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি- এমনই আভাস পাওয়া গেছে দলটির বিশ্বস্ত একটি সূত্র থেকে।

এদিকে, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি-সম্পাদক অথবা আহবায়ক-সদস্য সচিবসহ সুপার ফাইভ পদে কারা আসছেন তা নিয়ে চলছে তৃণমূল নেতাকর্মীদের জল্পনা-কল্পনা। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্ভাব্য পদবিধারীদের নিয়ে তৃণমূল নেতাকর্মী ও অনুসারীদের ব্যাপক সরমগম উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর এই কমিটিতে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতাদের মূল্যায়ন করার দাবি উঠেছে। অনেকেই নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে সৎ, দক্ষ, ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেয়ার দাবি জানান। এছাড়াও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাকর্মীর সমন্বয়ে কমিটি করার জন্য কেন্দ্রীয় নেতবৃন্দের প্রতি আহবান জানান।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, যে কোনো দিন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণা দেয়া হতে পারে। নতুন আহবায়ক কমিটি হবে আংশিক সুপার ফাইভ। আর জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে পদ প্রত্যাশীরা পদ পেতে ইতিমধ্যেই কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় টিমের নেতৃবৃন্দের দ্বারস্থ হচ্ছেন। কেউ কেউ লবিং এ ব্যস্ত সময় পার করছেন। তবে কারা মুল দায়িত্ব আসছে তা এখনও পরিস্কার করে বলা যাচ্ছে না।

তবে দলের শীর্ষ পর্যায়ের একটি সূত্র জানায়, সভাপতি বা আহবায়ক পদে আলোচনার শীর্ষে আছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু। তাদের মধ্য থেকে যে কোন একজন হতে পারেন সভাপতি বা আহবায়ক। আর সাধারন সম্পাদক বা সদস্য সচিব পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলী আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আলোচনায় রয়েছেন। তাদের জন্য কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ সুপারিশ রয়েছে। এই কমিটিতে সাবেক ছাত্রনেতাদের সমন্বয়ে সিনিয়র-জুনিয়র মিলে জেলা কমিটির দেয়ার আভাস পাওয়া গেছে। তবে এই নিয়ে শীর্ষ পর্যায়ের কোন নেতা মন্তব্য করতে রাজি হননি।

তবে মেয়াদোত্তীর্ণ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ভেঙ্গে নতুন কমিটির গঠনের জন্য কেন্দ্রের প্রতি আহবান জানিয়েছেন তৃনমূল নেতার্কীরা। আর নতুন করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল কমিটি গঠন করা হলে নতুন করে আবারও নেতাকর্মীরা উজ্জীবিত হবে । আগামী দিনে নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম আরও বেগমান হবে বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।

উল্লেখ্য, ২০১৮ সালে ৫ জুন আনোয়ার সাদাত সায়েমকে সভাপতি ও মাহবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা স্বেচ্ছাসেবক দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। পরবর্তীতে ২০১৯ সালের ৩ অক্টোবর ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সকল থানা ও পৌরসভা গঠন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ