জেলা বিএনপি’র শোক র‌্যালিতে মাশুক রাজিবের বিশাল শোডাউন

নারায়ণগঞ্জ মেইল: দেশব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ কর্মসূচি পালনকালে নিহত নারায়ণগঞ্জের শাওন প্রধান, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও যশোরের আব্দুল আলিমের স্মরণে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ নগরীতে শোক র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে ফেস্টুন- ব্যানার, কালো পতাকাসহ শোডাউন করে নগরীতে শোক র‌্যালি করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মাশুকুল ইসলাম রাজিব।

শোক র‌্যালি থেকে নারায়ণগঞ্জের যুবদল কর্মী শাওনসহ নিহত নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবি বিভিন্ন শ্লোগান দিতে থাকে । সেই সাথে গৃহবন্দী খালেদা জিয়ার মুক্তি দাবিতেও শ্লোগান দেয়। এসময়ে নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ।

সোমবার ( ১০ অক্টোবর ) বিকেল তিনটায় নগরীর মিশন পাড়া মোড় থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরীতে এ র‌্যালি শুরু হয়। র‌্যালিটি নগরীর চাষাঢ়া মোড় হয়ে, কালিবাজারের গ্ৰীনেস ব্যাংকের মোড় দিয়ে দুই নং রেলগেইট হয়ে ডিআইটি মসজিদের সামনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মূল র‌্যালির সাথে পরে চাষাঢ়া চত্বরে এসে শেষ হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম ভূঁইয়া, সহ-সম্পাদক খায়রুল কবির মুন্না, আঃ জব্বার, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কামাল উদ্দিন মির্জা জনি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রবিন, জেলা ছাত্রদলের সহ- সভাপতি শাহাজাদা আলম রতন, সহ- সভাপতি রুবেল হোসাইন,জেলা ছাত্রদল নেতা সামাউন ইসলাম স্বর্না,ওমর ফারুক শোভন, মহানগর ছাত্রদলের সহ- সভাপতি হামিদুর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক মাসুদ রানা, সদস্য রুবেল কিবরিয়া, নুর আহম্মেদ ভূঁইয়া সোহেল, ছাত্রদল নেতা মো. সুজন, আকাশসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ