তল্লা ট্রাজেডিতে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির দুই মেয়র প্রার্থী

নারায়ণগঞ্জ মেইল: শুক্রবার ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুস সালাম জামে মসজিদে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপির দুই মেয়র প্রার্থী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেন এমন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান রবিবার ৬ সেপ্টেম্বর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

এ সময় প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি জনগনের রাজনীতি করে। যেকোন দুর্ঘটনা বা দুর্যোগে মানুষের পাশে সবার আগে বিএনপিই দাঁড়ায়। এখানে ক্ষতিগ্রস্তদের পাশে আমরা দলীয়ভাবে দাঁড়াবো।

ইশরাক হোসেন বলেন, আমার মনে হয়েছে এখানে যে বিল্ডিং কোড অনুযায়ী যে সেফটি রেগুলেশন কোড থাকা দরকার সেটি এখানে নেই। এখানে বিদ্যুৎ বিভাগ, গ্যাস বিভাগ ও স্থানীয়দের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। মসজিদের সামনের সড়কে সব সময় পানি জমে থাকে। ইউনিয়ন এবং সিটি করপোরেশনের মাঝামাঝি পড়ায় কেউই এখানে দায় নিতে চায় না।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এখানে এমন আরো অনেক স্থাপনা রয়েছে যেগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। আমি জোরালো দাবি জানাবো ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।

এডভোকেট সাখাওয়াত বলেন, মসজিদে মর্মান্তিক বিস্ফোরণে যারা নিহত হয়েছেন, তাদের বেশির ভাগ অস্বচ্ছল পরিবারের লোকজন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার আজ দিশেহারা। তাই নারায়ণগঞ্জের প্রতিটি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাবো এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়াতে। বিএনপির পক্ষ থেকে আমরাও সাধ্যমত চেষ্টা করব। সকলের সম্মিলিত চেষ্টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দু’মুঠো খেয়ে পরে বাঁচতে পারে সেদিকে সকলকে নজর দিতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনির খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, বন্দর উপজেলা যুবদল নেতা সম্রাট হাসান সুজন, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ