নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসায় রংক্ত সংগ্রহের জন্য বুথ খুলেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে এই বুথ খোলা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী ইয়াসিন আরাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দগ্ধদের সবার অবস্থা গুরুতর। তাদের রক্তের প্রয়োজন হতে পারে। তাই আমরা রক্ত সংগ্রহের চেষ্টা করছি। যারা সেচ্ছায় রক্ত দেবেন, তাদের তালিকা প্রস্তুত করছি। ইতোমধ্যে অনেকেই রক্ত দেওয়ার জন্য নাম দিয়েছেন।’
প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের তল্লায় একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে ৩৭ জন দগ্ধ হন। এদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় এসি বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নাত ও অন্য নামাজ পড়ছিলেন। এসময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় প্রায় সবাই দগ্ধ হন