আজমেরী ওসমানের জন্মদিনে অভি’র উদ্যোগে দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের পুত্র হাজী আজমেরী ওসমানের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ জোহর ফতুল্লার কাশীপুর বাংলাবাজার এলাকার জান্নাতবাগ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব মাহমুদ অভির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ূ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে মসুল্লিাদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ