শহরে গ্রীন অনাবিলের প্রবেশ নিষেধ

নারায়ণগঞ্জ মেইল: রুট পারমিট না থাকা সত্বেও দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ টু গাজীপুর চলাচল করে আসছিল গ্রীন অনাবিল পরিবহন। রুট পারমিট বিহীন এই পরিবহনের কারণে শহরের চাষাড়া চত্বরে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হত। তবে এতোদিন স্থানীয় প্রশাসন নিশ্চুপ থাকলেও অত:পর গ্রীন অনাবিল পরিবহন নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করতে দিচ্ছে না ট্রাফিক পুলিশ।

জানাগেছে, চাষাড়া চত্বর বাস থামিয়ে যাত্রী উঠাতে দেখা যেত গ্রীন অনাবিলকে। এতে করে শহরে যানজট সৃষ্টি হত। সাইবোর্ড থেকে গাজীপুর পর্যন্ত রুট পারমিট থাকলেও গাজীপুর থেকে শহরের মেট্টো হল পর্যন্ত চলাচল করত গ্রীন অনাবিল পরিবহন। তবে বরিবার থেকে থেকে শহরে গ্রীন অনাবিল পরিবহনকে শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এতে করে শহরের যানজট কিছুটা নিয়ন্ত্রনে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী জানিয়েছে, রুট পারমিট না থাকায় আজ (রবিবার) থেকে নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করতে পারবে না গ্রীন অনাবিল পরিবহনের কোন বাস। ঢাকা থেকে সাইনবোর্ড এসে তারা পুনরায় ঢাকা ফেরত যেতে হবে। ঢাকা সাইনবোর্ড ঢাকা এটাই তাদের অনুমোদিত রুট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ