পরিবর্তনের আভাস নেই না:গঞ্জের পাঁচটি আসনে

নারায়ণগঞ্জ মেইল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকারী দল আওয়ামীলীগ। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরাও অব্যহত রেখেছেন তাদের নির্বাচনী আসন ধরে রাখতে। নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে দুটি রয়েছে জাতীয় পার্টির দখলে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটে থাকায় নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ এদুটি আসন নৌকার প্রার্থী দেয়া হয়নি। যদিও এনিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছিল। স্থানীয় আওয়ামীলীগের নেতারা নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই নৌকার প্রার্থীর দাবী করে আসছিল। কিন্তু দলের বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে মহাজোটের প্রার্থীর বিজয়ী করতে মাঠে ছিলেন স্থানীয় আওয়ামীলীগের শীর্ষ নেতারা।

এদিকে, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও নারায়ণগঞ্জের পাঁচটি আসনে পরিবর্তন না হওয়ার আভাস পাওয়া গেছে। ইতিমধ্যে একটি গোয়েন্দা সংস্থা সম্ভাব্য প্রার্থীদের তালিকা করে তা কেন্দ্রে পাঠিয়েছেন। সেই তালিকা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানরাই আগামীতে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোট থেকে সরে গেলে সমীকরণ পাল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার বিপরীতে মাঠে সক্রিয় রয়েছেন সাবেক এমপি কায়সার হাসনাত। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে বিভিন্ন কর্মসূচী পালন করছেন। অপরদিকে, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের বিপরীতে প্রস্তুতি নিচ্ছেন আওয়ামীলীগ নেতা এড. আনিসুর রহমান দিপু, আবু হাসনাত শহিদ বাদল, আরজু রহমান ভূইয়া, জিএম আরাফাতসহ বেশ কয়েকজন প্রার্থী।

এছাড়াও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমানও সেলিম ওসমানের বিপরীতে নির্বাচনে অংশ নেতার প্রস্তুতি নিচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লিয়াতক হোসেন খোকা ও সেলিম ওসমানের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের আসনে তেমন শক্ত প্রার্থী না থাকায় আগামী নির্বাচনেও তারা দলীয় প্রতীক নৌকা পাবেন এটা অনেক নিশ্চিত।

তবে সম্প্রতি ঘন ঘন বিদেশ ভ্রমন করছেন সাংসদ শামীম ওসমান। এনিয়ে শহরবাসীর মধ্যে নানা গুঞ্জন উঠেছে। গুঞ্জন রয়েছে, বিদেশের মাটিতে ব্যবসা প্রতিষ্ঠা গড়ে তুলেছেন শামীম ওসমান। বার বার বিদেশ ভ্রমনের বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সূত্রে জানাগেছে, আগামী নির্বাচনেও জাতীয় পার্টি মহাজোটে থেকেই নির্বাচনে অংশ নিতে পারে। আর এমনটা হলে আগামী নির্বাচনেও নারায়ণগঞ্জে দুটি আসন জাতীয় পার্টিকে ছাড় দেয়ার সম্ভাবনা রয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ