নারায়ণগঞ্জ মেইল: “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন শকুর রাজনৈতিক পরিচয় তিনি মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক, কিন্তু ওই পর্যন্তই। খাতা-কলমে পদ-পদবি থাকা ছাড়া বিএনপির আর কোন কর্মকান্ড বা কর্মসূচিতে দেখা মিলে না তার। বরং বিভিন্ন সময়ে সরকারি দলের পক্ষ হয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে ইতিপূর্বে। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি বিএনপির প্রতীক ধানের শীষের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন শকু। এছাড়াও সারাবছর সরকারি দলের নেতাদের সাথেই তাকে বেশি দেখা যায়। বিএনপির মিটিং মিছিলে শেষ কবে অংশ নিয়েছিলেন তা হয়তো তিনি নিজেই মনে করতে পারবেন না। শুধুমাত্র দলীয় বিশেষ দিনগুলিতে নামমাত্র কর্মসূচি পালন করে বিএনপির লাইসেন্সটা নবায়ন করে নেন শওকত হাশেম শকু। চান্দে চান্দে শকুর মনে পরে তিনি বিএনপি নেতা।”
মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শকুর কেক কাটার অনুষ্ঠান দেখে এভাবেই ক্ষোভ প্রকাশ করলেন কয়েকজন ত্যাগী বিএনপি নেতা।
শকুর এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব হাসান জুলহাস, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তান্নাসহ কিছু অনুগামী নেতাকর্মী।