নবগঠিত সদর উপজেলা ছাত্রসমাজের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ মেইল: নবগঠিত নারায়ণগঞ্জ সদর উপজেলা ছাত্রসমাজের নেতৃবৃন্দের সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগস্ট সন্ধ্যায় সংগঠনের চাষাঢ়াস্থ কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঃগঞ্জ জেলা ছাত্র সমাজের সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ, সদর উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক ওসমান গনি জুয়েল, সদস্য সচিব এসএম নাফিস আহমেদ, যুগ্ম আহ্বায়ক লোকমান সরকার টিটু, রুবেল হাসান শুভসহ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় আগামী দিনের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দিক নির্দেশনা দেওয়া হয়।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ