নারায়ণগঞ্জের এমপি ঢাকায় থাকেন!

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের পাঁচটি আসনের সংসদ সদস্য নিজ নিজ এলাকার উন্নয়ণ নিয়ে ব্যস্ত থাকছেন বলে দাবী করে আসছেন। অথচ পাঁচটি আসনের মধ্যে চারটি আসনের সংসদ সদস্য ঢাকায়। প্রয়োজনে ঢাকা থেকে গাড়ি হাঁকিয়েই আসেন নারায়ণগঞ্জ। এমপির দেখা পাওয়াটা সাধারণ মানুষের জন্য স্বপ্ন। এতে করে এমপিদের সাথে সাধারণ মানুষের দূরত্ব বাড়ছে। ভোটের আগে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থণা করলেও নির্বাচনের পর সেই ভোটারদের কোন খোঁজ খবর রাখছেন না।

নারায়ণগঞ্জবাসীর মতে, এমপিরা যদি নারায়ণগঞ্জ থাকতেন তাহলে এখানকার উনয়নে আরো বদলে যেত দৃশ্যপট। নিয়মিত যানজট যন্ত্রনা, আধুনিক জীবন যাপনে বাধার সম্মুখীন হলেই কেবল আরো উন্নয়ন ঘটতো রাজধানী নিকটবর্তী এ জেলার। ব্যবসা বাণিজ্য কেন্দ্রীক নারায়ণগঞ্জ শহরের উন্নয়ন হলেও অনেক ক্ষেত্রেই ঘটেনি কোন উন্নয়ন। বরং অবহেলিত রয়ে গেছে এ জনপদ।

খবর নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান থাকেন ঢাকার ধানমন্ডিতে। ফতুল্লার দাপায় তিনি ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াত করেন। শহরের উত্তর চাষাঢ়া এলাকাতে রয়েছে নিজ বাসা। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর শহরের চাষাঢ়ায় সেলিম ওসমানের বাড়িতে গুলি বর্ষণের পর থেকেই তিনি ঢাকাতে বসবাস করছেন। চাষাঢ়াতে পৈতৃক নিবাস থাকলেও সেখানে পরিবারের কাউকে বসবাস করতে দেখা যায়নি।

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান থাকেন গুলশানে। নিজের প্রয়োজনে মাঝে চাষাড়াস্থ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বসেন তিনি। এসময় শুধুমাত্র তার নিজস্ব লোকজনই দেখা করতে পারেন শামীম ওসমানের সাথে। সাধারণ মানুষের দেখা করাটা তো দূরের কথা রাইফেল ক্লাবের গেইটের ভিতর প্রবেশ করতে পারেন না। বিভিন্ন অনুষ্ঠনে শামীম ওসমান উপস্থিত থাকলেও সেখানেও সাধারণ মানুষ এমপির সাথে কথা বলার সুযোগ পান না।

নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবুর আড়াইহাজারে বাসা থাকলেও বসবাস করেন ঢাকাতে। সপ্তাহে ২/১দিন আড়াইহাজারে আসেন তিনি। যদিও আড়াইহাজারের রাজনীতি একক ভাবে নিয়ন্ত্রন করছেন সাংসদ নজরুল ইসলাম বাবু। তবে আড়াইহাজারে তাকে নিয়মিত পাওয়া না গেলেও মোবাইল ফোনে নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ যোগাযোগ করতে পারেন।

একই অবস্থা নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের এমপি গোলাম দস্তগীর গাজীর ক্ষেত্রেও। শিল্পপতি গাজী সপ্তাহে একদিন রূপগঞ্জে আসেন। যদিও সেই একদিন উন্মুক্তভাবে সবার সাথে কথা বার্তা বলেন। সকল শ্রেণী পেশার মানুষ তার সাথে কথা বলার সুযোগ থাকে।

এদিকে পাঁচটি আসনের মধ্যে শুধুমাত্র নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ বসবাস করেন। যদিও তার নির্বাচনী এলাকা সোনারগাঁতে নয়, বরং শহরের আমলাপাড়ায় বসবাস করেন। তবে নিয়তিম সোনারগাঁ আসা যাওয়া করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ