ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ মেইল: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার ইফতার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাদ আসর বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এই আয়োজনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল।

বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ, ইব্রাহিম আহম্মেদ প্রমুখ।

দোয়া ও মিলাদে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য মাহমুদ হাসান কচি, তাপস সাহা, আরিফ জয়, আমির হোসেন, মোক্তার হোসেন, সদস্য এনামুল হক সিদ্দিকী, কাইয়ূম খান, বিশাল আহম্মেদ ও শহিদুল ইসলাম প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ