ঢাকার কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের শোডাউন

নারায়ণগঞ্জ মেইল: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর পল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিএনপির র‌্যালীতে কয়েকশো লোকের বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল। সংগঠনের আহ্বায়ক মনির হোসেন খান এবং সদস্য সচিব গুলজার হোসেন খানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেতাকর্মীরা ঢাকার কর্মসূচিতে যোগ দেয় এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে ঢাকার রাজপথ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ