প্রাণ চঞ্চল্যে মূখর বার ভবন, আসছেন বিরোধীতাকারীরাও

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের আদালতপাড়ার আইনজীবীদের পদচারনায় মূখর হয়ে উঠেছে নব নির্মিত ডিজিটাল বার ভবনের নীচতলা। যে আগে আসবে সেই বসবে- এ নিয়মে বসার ব্যবস্থা হওয়ায় সকাল থেকেই আইনজীবীরা আসতে শুরু করেন এখানে বসার জন্রে। যেনো প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে নারায়ণগঞ্জ আদালতপাড়ায়। এই ভবন নির্মাণের সময়ে যারা বিভিন্ন দৃষ্টিকোন থেকে সে সময়ে বিরোধীতা করেছিলো এবং যারা শংকিত ছিলেন আদৌ এই ভবন নির্মিত হবে কিনা- তারাও আসছেন এখানে। দলমত নির্বিশেষে সকল আইনজীবীদের প্রাণের মিলনমেলায় পরিনত হয়েছে এই ডিজিটাল বার ভবনের নীচতলা।


জানা যায়, নারায়ণগঞ্জ বারের উন্নয়নের বানী শুনিয়ে প্রতিবারেই নির্বাচনী বৈতরণী পার হতেন আইনজীবী নেতারা। কিন্তু কাঙ্খিত উন্নয়নের সুফল পাচ্ছিলেন না সাধারণ আইনজীবীরা। বিশেষ করে একটি আধুনিক বার ভবন নির্মাণ ও দুই কোর্ট একত্রে রাখার বিষয়ে বছরের পর বছর সকলেই প্রতিশ্রুতি দিয়ে গেছেন কিন্তু কেউ বাস্তবায়ন করেননি। কিন্তু গত ২০১৭-১৮ মৌসুমের বার নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামীলীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. হাসান ফেরদৌস জুয়েল ও এড. মোহসীন মিয়া নতুন কোন প্রতিশ্রুতি দেননি আইনজীবীদের বরং পুরানোদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেন। একটি ডিজিটাল বার ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করে ভেঙ্গে ফেলেন পুরানো জরাজীর্ণ বার ভবনটি। তবে জুয়েল-মোহসীনের সে উদ্যোগের তীব্র বিরোধীতা করেছিলেন আইনজীবীদের একটি পক্ষ।


বারের নতুন ভবন নির্মাণের জন্য প্রায় পাঁচ কোটি টাকার বরাদ্দ এনেছেন বারের সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও বর্তমান সভাপতি এড. মোহসীন মিয়া। নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এই ভবন নির্মাণের জন্য তিন কোটি টাকা দেওয়ার অঙ্গিকার করেছেন। সেই সাথে দেশের আইনমন্ত্রী আনিসুল হক এক কোটি এবং পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এক কোটি টাকা দেবেন আইনজীবীদের এই ভবন নির্মাণের জন্য। ইতিমধ্যেই সাংসদ সেলিম ওসমানের প্রতিশ্রুত টাকা পেয়েও গেছেন তারা এবং প্রয়োজনে আরো দেবেন বলে আশ্বস্ত করেছেন যদিও দুই মন্ত্রী এখনো তাদের প্রতিশ্রুত অর্থ এখানো দেননি।


সাংসদ সেলিম ওসমানের একক অর্থায়নে নির্মাণাধীন বার ভবনের নীচতলা ইতিমধ্যেই আইনজীবীদের বসার জন্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে। উপরের কাজও চলছে সমানতালে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি ডিজিটাল বার ভবনের যে স্বপ্ন একদিন দেখেছিলেন এড. জুয়েল ও এড. মোহসীন, তার সুফল আজ পেতে শুরু করেছেন আইনজীবীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ