বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক খোকন সাহাকে সংবর্ধনা

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্মী বান্ধব নেতা অ্যাডভোকেট খোকন সাহাকে বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার ( ৮ মার্চ ) বিকেলে শহরের পুরাতন কোর্ট সংলগ্ন এড. খোকন সাহার চেম্বারে এড. খোকন সাহা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এড. খোকন সাহাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও এড. খোকন সাহা বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ক্রেষ্ট প্রদান করা হয়।

এ সময় সংক্ষিপপ্ত বক্তব্যে এড. খোকনা সাহা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। সেইসাথে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে তুলে ধরেন। ১৯৭১ সালে ভারত বাংলাদেশের প্রায় এক কোটি মানুষকে আশ্রয় প্রদান করেছে এবং ভারত সরকার তাদের সেনাবাহিনীর সদস্যদের বাংলাদেশের পক্ষে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে উল্লেখ করে এড খোকন সাহা শ্রদ্ধাবনত চিত্তে তাদের অবদানকে সম্মান জানান। সেইসাথে বাংলাদেশ-ভারতের এই ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এড. মাহমুদা মালা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহম্মেদ দুলাল, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ- ভারত সম্প্রীতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, মহানগর তাঁতীলীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম শাহেদ, জেলা তাঁতীলীগের সদস্য সচিব ভিপি আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা এড. কামাল হোসেন, ধামগড় ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. সেলিম, মদনপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ