নারায়ণগঞ্জ মেইল: দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার নাগালে রাখার দাবিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু’র নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল শোডাউন করে সমাবেশে যোগদান করেছে।
মঙ্গলবার ( ৮ মার্চ ) সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় যুবদলের বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা ও ২৭টি ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তোপখানা রোডের আশপাশে জড়ো হতে থাকে। পরে ব্যানার ফেস্টুন ও সুসংগঠিত হয়ে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে মিছিল করে সমাবেশ যোগদান করেন। এসময়ে কারাবন্দি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজলসহ সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তি দাবিতেও শ্লোগান দেন যুবদলের নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মমতাজউদ্দিন মন্তুর নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সাহেদ আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানা, গোলাম কিবরিয়া, সহ সাধারণ সম্পাদক সহিদুল ইসিলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, নূরে এলাহী সোহাগ, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, নুরুজ্জামান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম, সহ- সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, পারভেজ খান, যোগাযোগ সম্পাদক নবী হোসেন নবু, তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী ইমরান শামীম, সদস্য মোতালেব হোসেন, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি নাজিম পারভেজ অন্ত, শাহিন খান, কামরুল হাসান রনি, তারেক সুবহান বাবু, জহিরুল ইসলাম হারুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আল- আমিন প্রধান, সদস্য সাইফুল ইসলাম আপন, হাবিবুর রহমান মাসুদ, যুুুুবদল নেতা সাইদুর রহমান, নাজমুল জোয়াদ্দার, সজিব আহমেদ, লিংখন খান, এইচ এম হোসাইন। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল এবাং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।