মামুন মাহমুদকে বাজে মন্তব্য করায় চায়না কামালকে গণধোলাই

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করায় ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের লাঞ্ছিত করেছেন মামুুন মাহমুদ অনুসারি নেতাকর্মীরা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে অধ্যাপক মামুন মাহমুদের কাছে ক্ষমা প্রার্থনা করেন চায়না কামালসহ ফতুল্লা বিএনেপির নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ছিল নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভূক্ত দশটি ইউনিট কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সাথে তারেক রহমানের ভার্চ্যুয়াল বৈঠক। পূর্বনির্ধারিত এই বৈঠকে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পল্টনে দলীয় কার্যালয়ে উপস্থিত হোন। এসময় জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ দলীয় কার্যালয়ে প্রবেশ করতে গেলে টিটু অনুসারি চায়না কামাল মামুন মাহমুদকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেন। এছাড়াও মামুন মাহমুদকে উদ্দেশ্য করে আরও নানা ধরণের বাক্যবাণে ভর্ৎসনাও করা হয়। এ সময় অধ্যাপক মামন মাহমুদ অনুসারি যুবদল নেতা সহিদুলসহ উপস্থিত নেতাকর্মীরা চায়না কামালকে লাঞ্ছিত করেন। অধ্যাপক মামুন মাহমুদ তাদেরকে নিবৃত করে উপরে উঠে যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চূয়াল সভা শেষে তার ঢাকার অফিসে যান। এ সময় চায়না কামালসহ লাঞ্ছিত নেতাকর্মীরা সেখানে গিয়ে মামুন মাহমুদের কাছে ক্ষমা চান এবং দু:খ প্রকাশ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ