নারায়ণগঞ্জ মেইল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার ১৭ আগষ্ট দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সদস্য মজিবর রহমান, মাহমুদা মালা, পরিষদের কর্মকর্তা (প্রশাসন) রাশেদুজ্জামান, ইঞ্জিনিয়ার অলি উল্লাহ প্রমুখ।
আলোচনা সভায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ষড়যন্ত্র করা হয়েছিলো। জয়বাংলার শ্লোগান বদলে পাকিস্থানের শ্লোগানের আদলে বাংলাদেশ জিন্দাবাদ শ্লোগানে রূপান্তরিত করতে চেয়েছিলেন জিয়াউর রহমান। একজন মানুষকে হত্যার পর সেই হত্যাকারীর বিচার করা যাবে না এমন আইনও পাশ করতে চেয়েছিলেন জিয়া। বাংলার স্বাধীনতা বিরোধীদের বঙ্গবন্ধুর হত্যার পর দেশের গুরুত্বপূর্ন পদে বসিয়েছেন। তখন আমরা অনেক আন্দোলন করেছি শুধু একটাই কামনা করতাম, বঙ্গবন্ধুর রক্তের কেউ এসে দেশের হাল ধরুক।
আনোয়ার হোসেন আরও বলেন, ৭৫’র এ বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে দেশ এতোদিনে ইউরোপের মতো উন্নত থাকতো। বঙ্গবন্ধু হত্যার পর তার র্দীঘ দিন আমরা বাড়িতে থাকতে পারিনি। ৯৬ প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের হাল ধরলো, তখন থেকেই তিনি তার বাবার স্বপ্ন পূরনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। তারপরও ষড়যন্ত্রকারীরা পিছু হাটেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বেশ কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও জাতীয় পাটির্ নেতা আবুল জাহের আত্মার মাগফেরাত কামনা দোয়া পরিচালনা করা হয়।