নারায়ণগঞ্জ মেইল: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছেন। করোনায় এক দিনে দেশে এটি সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত পরশু একদিনে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ১১৯ জন পুরুষ ও ৮২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ জনের মধ্যে, চার জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২৫ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ৪৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১১৫ জন।
গত একদিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এর পর ঢাকা বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে এদিন সবচেয়ে কম সাত জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০১ জনের মধ্যে ১৬৫ জন সরকারি হাসপাতালে মারা গেছেন। বেসরকারি হাসপাতালে মারা গেছেন ২৩ জন, ১২ জন বাসায় মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার সময় একজন মারা গেছেন।