নারায়ণগঞ্জ মেইল: মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নারায়ণগঞ্জে শূন্যের কোঠায় চলে এসেছিল। পবিত্র ঈদুল ফিতরের পরের দিন ১৫ মে শনিবার নারায়ণগঞ্জে ছিলনা কোন আক্রান্ত কিংবা মৃত্যু। কিন্তু ঈদ পরবর্তী সময়ে আবার বাড়তে থাকে সংক্রমণ।
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে একই সময়ে কেউ মারা যায়নি। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২৭৮জন ও মৃতের সংখ্যা ২১৭ জন।
সোমবার (২৪ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।
মে মাসের প্রথম ২০ দিনে আক্রান্ত হয়েছেন ৩৭৯ জন। একই সময়ে মারা গেছেন ৭ জন। বিপরীতে এপ্রিলের প্রথম ২০ দিনে মারা যায় ৩২ জন। একই সময়ে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১৩৭ জন।