টাঙ্গাইল-৮ আসনের এমপি করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম। গত মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার রাতে নমুনার ফল পজেটিভ আসে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়ের করোনা নিয়ন্ত্রণ সেলের ফোকাল পারসন আজিজুর রহমান।

আজিজুর রহমান বলেন, গত মঙ্গলবার এমপির নমুনা সংগ্রহ করা হয়। পরদিন বুধবার সেই নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে আসা নমুনা পরীক্ষার ফলে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ