নারায়ণগঞ্জে জিম মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ মেইল: উৎসবমূখর ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে নারায়ণগঞ্জ জেলার জিম (জিমনেসিয়াম) মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নারায়ণগঞ্জ ওসমান স্টেডিয়াম জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট খালেদ আব্দুল্লাহ বাবু ও ডাঃ কামরুজ্জামান কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উর্ধ্বতন র্কমর্কতা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জিম মালিক সমিতির উপদেষ্টা আঃ রউফ, জেলা ক্রীড়া সংস্থার বডিবিল্ডিং উপকমিটির সদস্য সচিব ফিরোজ শ্যামা, মোঃ আলম, মোঃ নাসির ও সোহেল মাহমুদ প্রমূখ।

সকলের উপস্থিতি ও সহযোগিতায় একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার ১৭ টি জিমের মালিক অংশগ্রহন করেন। সভাপতি পদে বিজয়ী হন জালকুড়ি জিমের মালিক শফিক আহমেদ চঞ্চল, সহ-সভাপতি পদে মোঃ শুভ (হট জিম) ও মোঃ জসিম উদ্দিন (ফিটনেস ক্লাব জিম), সাধারণ সম্পাদক পদে মোঃ এনামুল হক ফেরদৌস (পারফেক্ট এন ফেমাস জিম), সহ-সাধারন সম্পাদক পদে মোঃ ইমরান বাবু (ফেমাস জিম)। অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে সোহেব মাহমুদ অভি (আয়রন প্যারাডাইস জিম), কোষাধ্যক্ষ পদে ফয়সাল পারভেজ আহমেদ (পাওয়ার আপ জিম), প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম মামুন (দি ওর্য়াল্ড জিম) ও ক্রীয়া সম্পাদক পদে মোঃ মোক্তার হোসেন (পানিরকল জিম) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়লাভ করে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সবার উদ্দেশ্য তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংগঠনের উন্নয়নের স্বার্থে সকলে একত্রে একত্রিত হয়ে কাজ করার অঙ্গিকার করেন। এছাড়াও নারায়াণগঞ্জকে বডিবিল্ডিং প্রতিযোগিতায় এগিয়ে নিয়া যাওয়া ও মাদকের বয়াল নেশা হতে যুব সমাজকে রক্ষা ও সুষ্ঠ সুন্দর দেহ গঠনে স্বাভাবিক জীবন যাপনে সবাইকে উদ্বুদ্ধ করতে কাজ করবেন বলে জানান নব-নির্বাচিত সভাপতি শফিক আহমেদ চঞ্চল ও সাধারণ সম্পাদক এনামুল হক ফেরদৌস। তারা আরো বলেন, আপনার সন্তান যদি থাকে ক্রীড়া ও জিমের সাথে যুক্ত তবে সে মাদক মুক্ত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ