নারায়ণগঞ্জ মেইল: মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৮ জন,বন্দরে ১ জন ও রূপগঞ্জে ৪ জন।
এ নিয়ে পুরো জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৫০০ জনে। তবে নতুন করে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ১৩৬ জনেই আছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ হাজার ১৩৩ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৯ হাজার ৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫৯ জনের।
সোমবার (৭ সেপ্টেম্বর ) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৭০ জন ও আক্রান্ত ২২ হাজার ১০৯ জন। সদর উপজেলায় মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত ১ হাজার ৪৮১ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৭৯ জন ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৫৯৪ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৫৮৫ ও মারা গেছেন ২১ জন এবং রূপগঞ্জে আক্রান্ত ১ হাজার ২৫২ জন ও মারা গেছেন ১১ জন