বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ফিরোজ মাহমুদ সামার শ্রদ্ধাঞ্জলি

সংবাদ বিজ্ঞপ্তি: শোকাবহ ১৫ আগস্ট বাঙাগলি জাতির মুক্তির দূত, মহান স্বাধীনতার মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে জাতির জন্য এক কালো অধ্যায়ের জন্ম হয়েছিল সেই দিন। এই দিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফিরোজ মাহমুদ সামা।

 

এ বিষয়ে এক শোকবার্তায় তিনি গণমাধ্যমকে জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের জন্ম হতনা। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ও বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চেয়েছিল একটি কুচক্রী মহল, কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশের হাল ধরেছেন এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পদ্মা সেতু, রুপপুর পারমানবিক বিদুৎ কেন্দ্র, মেট্রোরেল প্রকল্প, রামপাল বিদুৎ কেন্দ্র, মাতালবাড়ী বিদুৎ কেন্দ্র, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্প, এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে অর্থনৈতিক অঞ্চল, যেগুলো আওয়ামীলীগ সরকারের আমলেই হয়েছে। এইসব মেগা প্রকল্পের কারণে বদলে যাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, উন্মোচন হবে নতুন সম্ভাবনার। যে স্বপ্ন দেখছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় শোক দিবসে আসুন, আমরা জাতির জনককে হারানোর শোক শক্তিতে রুপান্তর করি এবং প্রধানমন্ত্রী শেখা হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোঁনার বাংলা বিনির্মানে আত্মনিয়োগ করি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ