নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কোচিং সেন্টার মালিকদের সংগঠন “আল্লামা ইকবাল রোড টিচার্স অ্যাসোসিয়েশন” এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে উৎসবমুখর পরিবেশে সংগঠনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতিতে ২০২৬–২৮ মেয়াদের জন্য নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন টিপুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম নিলয় হোসেন ও মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আল্লামা ইকবাল রোড টিচার্স অ্যাসোসিয়েশনের নির্বাচিত নতুন কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও আল্লামা ইকবাল রোড হাউজিং সোসাইটির সভাপতি শাহজামান রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মিহির আহমেদ,তানভীর আহমেদ,আল্লান জামান,ইমতিয়াজ আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর সহ সভাপতি ওয়াহিদ ভূইয়া, জাকির হোসেন বিপুল, হানিফুর রহমান,আবির হোসেন আবির,আল মামুন। সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।যুগ্ম সাধারণ সম্পাদক সাগর মাহমুদ,এম নিলয় হোসাইন। সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নয়ন, অর্থ সম্পাদক মাসুদ রানা।দপ্তর সম্পাদক মোহাম্মদ জামান।সহ দপ্তর সম্পাদক আকাশ খোকন। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ কাউছার আলম।সহ ক্রীড়া সম্পাদক সুজয় দেবনাথ জয়। ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম রাব্বী।শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান। সহ – শিক্ষা বিষয়ক সম্পাদক ফাহাদ ইসলাম ফারাবী।আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান তাপসির।প্রচার ও প্রকাশনা সম্পাদক সজল সরকার।পরিবেশ বিষয়ক সম্পাদক রাহুল,আইসিটি সম্পাদক আকাশ সহ এসোসিয়েশন এর অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে সঞ্চালক নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন টিপু , সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির দায়িত্ব পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি আল্লামা ইকবাল রোড এর শিক্ষকবৃন্দের ঐতিহ্য, সামাজিক ভূমিকা ও অবদানের কথা তুলে ধরে বলেন, আল্লামা ইকবাল রোড টিচার্স অ্যাসোসিয়েশনের সার্বিক উন্নয়ন করতে নতুন নেতৃত্বকে দায়িত্বশীল ও জনকল্যাণমুখী ভূমিকা রাখতে হবে। তাঁরা শিক্ষকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
