“হেল্প দ্যা ওয়ান্স ইন নিড”ফেসবুক পেজের সেচ্ছাসেবীদের ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ মেইল: “একজন স্বেচ্ছাসেবীর লড়াইয়ের সাক্ষী” এই স্লোগানে করোনাকালীন সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটানো “হেল্প দ্যা ওয়ান্স ইন নিড” ফেসবুক পেজের সকল ভলেন্টিয়ারদের নিয়ে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ উপহার এর অায়োজন করেন ১৬ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক অাহসান অাল হোসাইন ববি।

শুক্রবার (৩১ জুলাই) বাদ অাছর বাবুরাইল অাহসান অাল হোসাইন ববির নিজ বাসভবনে অায়োজিত “হেল্প দ্যা ওয়ান্স ইন নিড” ফেসবুক পেজের সকল সেচ্ছাসেবীদের মাঝে ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মােঃ আসাদুজ্জামান, পিপিএম, অফিসার ইনচার্জ, নারায়ণগঞ্জ সদর মডেল থানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ওবায়েদ উল্লাহ,সাবেক প্যানেল মেয়র, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।এছাড়া অারো উপস্থিত ছিলেন “টাইম টু গিভ” এর পরিচালক মোঃ রাজীব,আবদুল্লাহ আল হোসাইন বাপ্পি,অারিফ,ফয়সাল ও রাছেল সহ সকল সেচ্ছাসেবীরা।এসময় ২২৫ জন সেচ্ছাসেবীর মাঝে এই ঈদ উপহার বিতরন করা হয়।

প্রধাণ অতিথি মােঃ আসাদুজ্জামান বলেন, করোনাভাইরাস কে জাতীয় সংঘের মহাসচিব সহ বিশ্বের বড় বড় নেতৃত্বে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে ঘোষণা দিয়েছেন আপনারা সেই যুদ্ধের যোদ্ধা। আপনার ঘরে বসে থাকেন নাই, নিজের পরিবারের কথা চিন্তা না করে এই মহামারী কালীন সময়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন অাপনারাই সত্যিকারের বীর।অপনারা জানেন,নারায়ণগঞ্জ থেকেই সর্বপ্রথম করোনা রোগী সনাক্ত হয়,এবং পরে এই নারায়ণগঞ্জই করোনার হটস্পটে রুপান্তরিত হয়।কিন্তুু অামরা সেই জায়গা থেকে বের হয়ে অাসতে পেরেছি কারন এখন নারায়নগঞ্জের চেয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুর হার বেশি এই কৃতিত্ব অাপনাদেরই,তাই এই এই করোনাকালীন সময়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত সকল সেচ্ছাসেবীর প্রতি রইল অামার অান্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

বিশেষ অতিথি আলহাজ্ব ওবায়েদ উল্লাহ বলেন,অামি এখানে উপস্থিত সকল সেচ্ছাসেবীদের বীর বলে অাখ্যায়িত করতে চাই,কারন এই দুর্যোগকালীন সময়ে মানুষকে সহযোগিতা করার জন্য তোমরাই তোমরাই এগিয়ে এসেছিলে,তাই প্রকৃত বীর তোমরাই।তাই অামি সহ অামার পরিবারের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অান্তরিক শুভেচ্ছা অার কৃতজ্ঞতা।

অাহসান অাল হোসাইন ববি বলেন,করোনা এখনও শেষ হয়নি,অামাদের কার্যক্রম চলছে চলবে যতদিন করোনা এই দেশ থেকে চলে না যায়।অামরা অাপনাদের সহযোগিতা চাই,যেভাবে অাপনারা ভয়কে জয় করে সাহসীকতার পরিচয় দিয়েছেন,যখনই কারো কোন সমস্যা হবে অামাদের জানাবেন অামরা অাপনাদের পাশে থাকব।ববি অারো বলেন,অামি অান্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই অামাদের পুলিশ বাহিনীকে,কিছু মুষ্টিমেয় লোকের জন্য পুলিশের বদনাম হয়েছিল,কিন্তুু এই করোনাকালীন সময়ে পুলিশ অাজ প্রমান করে দিয়েছে পুলিশই জনতা,জনতাই পুলিশ।অাজ দেশের করোনা পরিস্থিতি সহ অাইন শৃঙ্খলার উন্নতির পেছনে পুলিশের বিরাট ভূমিকা ছিল।নিজের দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় অাক্রান্ত হয়ে যে সকল পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।

পরে এই করোনায় সাহসীকতার সাথে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ২২৫ জন সেচ্ছাসেবীর মাঝে ঈদ উপহার বিতরন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ