(প্রেস বিজ্ঞপ্তি): শিক্ষা ও সমাজ কল্যাণ মূলক সংগঠন ISD- Narayanganj এর উদ্যোগে সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে “গোশত দিয়ে ভরপেট ভাত” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পেশাজীবীও শিক্ষার্থীদের সংগঠন ISD- Narayanganj প্রতি বছরের ন্যায় এবছরও তাদের নিয়মিত গ্রোগ্রাম ‘গোশত দিয়ে ভরপেট ভাত’ অনুষ্ঠিত হয়েছে শহরের ১নং রেল স্টেশনে। প্রায় ৭০জন সুবিধা বঞ্চিত বাচ্চাও ৩০জন বয়স্ক মহিলা ও পুরুষ এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে পেট পুরে মাংস দিয়ে ভাত খেয়েছে। তাদের সাথে কথা বলে জানাযায়, তারা অনেক দিন পর আজ মঙ্গলবার পেট পুরে ভাত মাংস খেতে পেরে খুব খুশি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মোঃ খোরশেদ আলম নোভেল, সিনিয়র সহ-সভাপতি মোঃনাহিদ আনছার, সহ-সভাপতি মোঃশাহাদাত হোসাইন, সহ-সভাপতি নোশিন শারমিলি, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম খান সন্জু। উল্লেখ্য, যে ISD- Narayanganj সংগঠনটি শিক্ষা ও মানবতার সেবায় ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে। এই অনুষ্ঠানটি বছরে দুই বার দুই ঈদের পর করা হয়। এছাড়াও বিশেষ দিনগুলোতে বাচ্চাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। সেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালি, আসিফ, নাইম, সুমন, রুহুল, মাসুদ, রাজিব, রাহিদ, নাদিম,হৃদয়, ইস্রাফিল, হাকিম, ইমরান, আসাদুজ্জামান, নাজমুল, বাপ্পি, রাজীব, ইকবাল, সাজীন প্রমূখ।
নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।