সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরীতে শ্রেষ্ঠ জয়িতা সনু রানী দাস

নারায়ণগঞ্জ মেইল : সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরীতে” জেলা পর্যায়ে জয়িতা নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ সদর থানাধীন টানবাজার সিটি কলােনী এলাকার গৌতম কুমার দাসের সহধর্মিনী সনু রানী দাস।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা ও জেলা পর্যায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এসময়ে সনু রানী দাস শ্রেষ্ঠ জয়িতা হিসেবে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র কাছ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট গ্ৰহণ করেন।

বৃহস্পতিবার ( ৯ ডিসেম্বর ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে করা হয়। সনু বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানিয়েছে রংমেলা নারী কল্যাণ সংস্থার সভানেত্রী সাবিরা নিলা কে,যে নিলা দিদির হাত ধরে আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে।

এ সময়ে সনু রানী দাস তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বর্তমানে আমি ২০০৬ইং সালে অত্র এলাকা থেকে আমরা তিনজন এস. এস. সি পাশ করি এবং ২০০৮ সালে এইচ. এস. সি পাশ করি । এস. এস. সি পাশ করার পর আহসানিয়া মিশন এর একটি প্রকল্পে “সুরভি স্কুল” এ শিক্ষিকা হিসাবে নিয়ােগ প্রাপ্ত হয়ে এলাকার দরিদ্র ৩০ জন শিশুকে মাল্টিগ্রেড পদ্ধতিতে পড়ালেখা করাই।সেখানে প্রায় দেড় বছর কাজ করেছি।২০০৮ সালে গ্লোবাল এক্সচেঞ্জ প্রােগ্রামে ৩ মাসের জন্য স্কটল্যান্ড এবং ৩ মাস চট্টগ্রামে স্বেচ্ছা সেবক হিসাবে কাজ করেছি। এক্সচেঞ্জ প্রােগ্রামের পর “দলিত নারী ফোরাম” এর বিভিন্ন প্রােগ্রামে কখনাে মাঠকর্মী, কখনাে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করেছি। বর্তমানে দলিত নারী ফোরামের একটি প্রকল্পের আওতায় প্রােগ্রাম অফিসার হিসেবে কাজ করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ