১৮ বছরেও মিলেনি একটি ফুট ওভারব্রিজ!

নারায়ণগঞ্জ মেইল: ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে নাসিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই তাদের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। আর ভোটাররাও বিগত দিনে তাদের পাওয়া না পাওয়ার হিসাব মিলিয়ে নিচ্ছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী একটানা ১৮ বছর যাবত এই চেয়ারে বসে আছেন। ২০০৩ সালে তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হন আলী আহমদ চুনকার কণ্যা সেলিনা হায়াত আইভীর। এরপর ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন এবং ২০১৬ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন আইভী।

নারায়ণগঞ্জ হচ্ছেপ্রাচ্যের ডান্ডি । দেশের ব্যস্ততম শহর গুলোর মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়া দিয়ে সারাদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই চাষাঢ়ায় রাস্তা পারাপারের জন্য একটি ফুট ওভারব্রিজের দাবিতে দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছে নগরবাসী। দীর্ঘ ১৮ বছরেও নগরবাসীর সামান্য এই দাবিটুকু পূরণ করতে পারেননি সিটি মেয়র আইভী এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। উল্লেখ থাকে যে সিটি মেয়র আইভীর মত ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল আলম খন্দকার খোরশেদও ১৮ বছর যাবত এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে অধিষ্ঠিত আছেন।

সরেজমিনে দেখা গেছে, চাষাড়া থেকে চারদিকে চারটি সড়ক চলে গেছে। চাষাড়া থেকে নিতাইগঞ্জ, চাষাড়া থেকে খানপুর হাসপাতাল হয়ে সিদ্ধিরগঞ্জ, চাষাড়া থেকে পঞ্চবটি হয় ঢাকা এবং চাষাড়া থেকে বিশ্বরোড দিয়ে ঢাকা। চাষাড়ার মধ্যখানে অবস্থিত বিজয়স্তম্ভ ঘিড়ে চারপাশ দিয়ে চলাচল করে অসংখ্য পরিবহন। এ অবস্থায় রাস্তা পারাপারের জন্য চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে। বিশেষ করে শিশু এবং মহিলাদের এই সড়ক পারাপার করতে হয় চরম ঝুঁকি নিয়ে। তাছাড়া ছিনতাইকারী দল প্রায়শই ওৎ পেতে থাকে এবং মোবাইল মানিব্যাগ নিয়ে মুহূর্তেই চম্পট দেয়।

এই ব্যস্ততম এলাকাটাতে একটি ফুট ওভারব্রিজের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে নগরবাসী। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। ফেসবুক গ্রুপ “নারায়ণগঞ্জস্থান” এর ছেলে মেয়েরা বারবার চাষাড়ার রাজপথে দাঁড়িয়েছে একটি ফুটওভার ব্রিজের দাবিতে, সাধারন জনগনও তাতে একাত্মতা প্রকাশ করেছে তাদের সাথে। তবে এ বিষয়ে মেয়র কখনো কোন কিছু না বললেও স্থানীয় কাউন্সিলর বেশ কয়েকবারই আশা দিয়েছিলেন কিন্তু এটুকুই। আশা কখনো পূরণ করার চেষ্টা করেননি মেয়র-কাউন্সিলরের কেউই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ