অনিশ্চিত খোরশেদ, আলোচনায় আনোয়ার প্রধান

নারায়ণগঞ্জ মেইল: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নির্বাচনের হাওয়া বইতে শুরু করে দিয়েছে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে আর মাত্র তিন-চার মাস বাকি নির্বাচনের। তাই সম্ভাব্য প্রার্থীরা মাঠ গুছাতে শুরু করে দিয়েছেন। নারায়ণগঞ্জের আলোচিত ১৩ নং ওয়ার্ডে বিএনপি থেকে কাউন্সিলর পদে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। এই ওয়ার্ড থেকে বিএনপির সমর্থনে পরপর তিনবার কাউন্সিলর পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন তিনি। সর্বশেষ সিটি নির্বাচনের আগে খোরশেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন কাউন্সিলর পদে এটাই তার সর্বশেষ নির্বাচন। এ নিয়ে নারায়ণগঞ্জের স্থানীয় গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছিলো।

কাউন্সিলর খোরশেদের এ ঘোষণায় সবাই সেসময় মনে করেছিলো হয়তো মেয়র পদে নির্বাচনের ইচ্ছা আছে খোরশেদের। সর্বশেষ করোনার গত দেড় বছরে জনস্বার্থে খোরশেদের বিভিন্ন কর্মকাণ্ড লোকের সে ভাবনাকে আরও মজবুত করেছিল। হয়তো সবাই মনে করেছিলো ধীরে ধীরে মেয়র পদে নির্বাচনের জন্য দিকে খোরশেদ এগিয়ে যাচ্ছেন।

কিন্তু বিধিবাম! খোরশেদের মেয়র পদে নির্বাচনের আশা ভেঙে চুরমার হয়ে যায় এক নারী কেলেঙ্কারির ঘটনায়। জনৈক সায়েদা শিউলি নামক এক নারীর সাথে অবৈধ সম্পর্কের ঘটনা জানাজানি হয়ে যাওয়ায় খোরশেদের ইমেজ কমতে কমতে শূন্যের কোঠায় চলে আসে। শিউলির দায়ের করা মামলার আসামী হয়ে দু মাস যাবত ফেরারী খোরশেদ হয়ে পড়েছেন জনবিচ্ছিন্ন। ফলে মেয়র নির্বাচনতো দূরে থাক, কাউন্সিলর পদে নির্বাচনে বিজয়ী হওয়াটাই এখন খোরশেদের জন্য দুরূহ হয়ে গেছে। তাছাড়া বিএনপি বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না- এরকম ঘোষণায় খোরশেদের মেয়র নির্বাচনের স্বপ্নটাও ধুলিস্যাৎ হয়ে গেছে। কাউন্সিলর পদে নির্বাচন করবেন না আর মেয়র পদেও দলীয় মনোনয়ন পাচ্ছেন না- এটাই এখন খোরশেদের নিয়তি।

এদিকে কাউন্সিলর পদে খোরশেদের নির্বাচন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তরুণ প্রজন্মের উদীয়মান রাজনীতিবিদ এডভোকেট এইচএম আনোয়ার প্রধান। ক্লিন ইমেজের অধিকারি সদালাপী আনোয়ার প্রধান ওয়ার্ড বাসীর কাছে পরিচিত এক মুখ। ২০১১ সালের প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করে নিজের আগমনী বার্তা জানান দিয়েছিলেন তরুণ এই আইনজীবী নেতা। সেই আনোয়ার প্রধান ২০২১ সালে এসে হয়েছেন আরো পরিণত। তাছাড়া ১৩ নং ওয়ার্ডের মাসদাইরের স্থায়ী অধিবাসী আনোয়ার প্রধানের রয়েছে সুবিশাল পারিবারিক ঐতিহ্য, এলাকায় রয়েছে বিশাল জনপ্রিয়তা। দলমত নির্বিশেষে সকলের কাছে সমান গ্রহণযোগ্যতা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি। আর তাই খোরশেদের অনুপস্থিতিতে আনোয়ার প্রধানকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে ১৩ নং ওয়ার্ডবাসী।

নির্বাচনের বিষয়ে জানতে চাইলে এড আনোয়ার প্রধান জানান, ওয়ার্ডবাসী চাইলে আমি নির্বাচন করতে প্রস্তুত আছি তবে বর্তমানে মহামারী করোনাভাইরাসের কারণে জনজীবন বিপর্যস্ত। এই মুহূর্তে নির্বাচনের চেয়ে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করাটাই বেশি গুরুত্বপূর্ণ মনে করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

নারায়ণগঞ্জ মেইলে এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

সর্বশেষ